গত ২৪ ডিসেম্বর ব্রিগেড গ্রাউন্ডে ছিল “লক্ষ কন্ঠে গীতাপাঠ কর্মসূচি”।সরাসরি না হলেও পরোক্ষে যা ছিল গেরুয়া শিবিরেরই কর্মসূচী। এবং তার জন্য মোদী সরকারের রেল মন্ত্রক স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থও রেখেছিল। কিন্তু ওইদিনই বাংলার বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর টেট পরীক্ষার সেন্টার পড়েছিল। অথচ সে জন্য কিন্তু রেল কোনও ট্রেনের ব্যবস্থা করেনি। শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ধর্মীয় কর্মসূচির জন্য স্পেশ্যাল ট্রেন চলছে এ ঘটনা দেশের ইতিহাসে বেনজির।
প্রসঙ্গত, ২৪ তারিখের ওই কর্মসূচির জন্য রাজ্যের ছাত্রছাত্রীরা সেদিন ছুটতে ছুটতে ট্রেন ধরেছে। হাওড়া, শিয়ালদহতে নেমে বাস, টাক্সি পেতে তাঁদের কালঘাম ছুটে গেছে। বহু জায়গায় পুলিশের সহায়তায় তাঁরা সেন্টারে পৌঁছেছেন। কারণ সেদিন ঘন কুয়াশায় সব ট্রেন লেট চলছিল। ফলে সঠিক সময়ে সেন্টারে পৌঁছনোর চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। এরই মধ্যে স্টেশনে স্টেশনে ঘোষণা হচ্ছে গীতাপাঠ স্পেশ্যাল ট্রেনে কেউ উঠবেন না! যা স্বাভাবিকভাবেই ক্ষোভের সঞ্চার করেছিল পড়ুয়াদের মনে। সকলেরই এক প্রশ্ন, গীতাপাঠটা কি টেট পরীক্ষার থেকেও বেশি গুরুত্বপূর্ণ?