ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। বারবার উঠেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। বিভিন্ন সময় এর প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। এবার মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলেই প্রতিবাদের পথ বেছে নিলেন মহিলারা। বৃহস্পতিবার দার্জিলিং জেলা হিল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি নিঃশব্দ প্রতিবাদ সভা করেন। এদিন কার্শিয়াং মহকুমার গাড়িধুরা এলাকায় প্রয়াত দুর্গা মোল্লার মূর্তির পাদদেশে প্রতিবাদ সভা করে। পাহাড় সহ গাড়িধুরা ও শিমুলবাড়ি এলাকার প্রচুর মহিলারা এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিল। মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হন তাঁরা।
উল্লেখ্য, এদিন প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন দার্জিলিং হিল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শান্তা ছেত্রী। “কেন্দ্রীয় সরকার বাংলা তথা পাহাড়ের মানুষের সঙ্গে বেইমানি করেছে। ন্যায্য পাওনা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। ২০২১ থেকে ১০০ দিনের টাকা-সহ আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। দেশে গণতন্ত্র এখন আর নেই। শীতকালীন অধিবেশনে ১৪৯ জন সাংসদকে বহিষ্কার করেছে। বিরোধীদের সঙ্গে আলোচনা না করে ও অন্যায় ভাবে তিনটি বিল পাশ করেছে। এ ছাড়াও পাহাড়ে ১৫ বছর ধরে বিজেপির সাংসদ থেকেও কোনও কাজ করেনি। আমরা প্রতিবাদে সরব হয়েছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে”, সভা শেষে জানান তিনি।