এবার মিস্টার ইন্ডিয়া ফিট কপ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় দুটি বিভাগে জয়ী হলেন কলকাতা পুলিশের ৬ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল ভুট্টো খান। কলকাতা পুলিশের তরফ থেকে তাঁদের ফেসবুক পেজে এই সুখবর জানানো হয়েছে। সেই সূত্রেই জানা গেছে, ভুট্টো খান ২০০৬ সালের ১৯ জুলাই কলকাতা পুলিশে যোগদান করেছিলেন। বরাবরই তিনি শরীরচর্চায় অত্যন্ত আগ্রহী। পুলিশে চাকরি করার পাশাপাশি তাঁর ধ্যানজ্ঞান ছিল জিমে যাওয়া, ওয়েট ট্রেনিং করা। সম্প্রতি তিনি অংশ নিয়েছিলেন ‘মিস্টার ইন্ডিয়া ন্যাচারাল ২০২৩’ প্রতিযোগিতায়।
প্রসঙ্গত, গত ২১ ও ২২ ডিসেম্বর বীরভূমের বোলপুরের উৎসর্গ মঞ্চে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানেই ফিট কপ চ্যালেঞ্জের ‘মেন্স ফিজিক’ এবং ‘ফিট কপ চ্যালেঞ্জ- বডি বিল্ডিং’ এই দুই বিভাগে বিজয়ী হয়েছেন ভুট্টো। কলকাতা পুলিশের ফেসবুক পেজে সেই প্রতিযোগিতায় ভুট্টোর বেশ কয়েকটি ছবি এবং বিজয়ী হওয়ার পর পাওয়া শংসাপত্রের ছবি শেয়ার করা হয়েছে। সেখানে বিজয়ীর ট্রফি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ওই পুলিশ কনস্টেবলকে। পুলিশের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে