এসএসকেএম হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, রুটিন চেকআপের জন্য এসেছেন। চিন্তার কোনও কারণ নেই। এসএসকেএম সূত্রের খবর, উডবার্ন ব্লকে একটি কেবিন তাঁর জন্য প্রস্তুত রাখা হয়েছে। যদি প্রয়োজন হয়, এক্স-রে করানোরও ব্যবস্থা রয়েছে । হাসপাতালে পৌঁছে গিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেখানে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।
গত কয়েক দিন ধরে পায়ের সমস্যায় ভুগছেন মমতা। শুক্রবার এসএসকেএমে পৌঁছে তিনি জানালেন, রুটিন চেকআপের জন্যই সেখানে এসেছেন। তাঁর কথায়, ‘শরীর ঠিক রয়েছে। পা চেকআপ করাতে এসেছি। আমি হাঁটছি। সবই ঠিক রয়েছে। রোজ বিশ হাজার পদক্ষেপ করছি। এমনিতে সময় পাই না। শুধু এক্স রে করাতে এসেছি।’ এর পর তিনি উপস্থিত সাংবাদিকদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন। এও জানিয়েছেন, এগুলো বলে মানুষকে ‘বিরক্ত’ করার কোনও মানে হয় না। এখন সকলে সময়টা উপভোগ করুন।
এর আগে গত সেপ্টেম্বর মাসে স্পেন এবং দুবাই সফর সেরে এসএসকেএমে এসেছিলেন মুখ্যমন্ত্রী। বিদেশে থাকাকালীন বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন। ব্যস্ত কর্মসূচি থাকায় বিদেশ সফরে পায়ের চিকিৎসা করাতে পারেননি মুখ্যমন্ত্রী। তাই কলকাতায় ফেরার একদিন পরেই নিজের পায়ের চিকিৎসা করাতে যান তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রীকে ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।