গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ফের নতুন করে শুরু হয়েছে করোনার বাড়বাড়ন্ত। করোনার নয়া উপপ্রজাতি জেএন ১-এর প্রকোপে দেশে ক্রমশই বেড়ে চলেছে সংক্রমণ। এবার যেমন এক দিনে প্রায় ৮০০ জন মানুষ কোভিডে আক্রান্ত হলেন দেশে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৯৮ জনের দেহে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। যার ফলে এই মুহূর্তে মোট করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১। এর পাশাপাশি, এক দিনে ৫ জনের মৃত্যুও হয়েছে করোনায়। তাঁদের মধ্যে দুজন কেরালার বাসিন্দা। এছাড়া, মহারাষ্ট্র, পুদুচেরি এবং তামিলনাড়ু থেকে এক জন করে বৃহস্পতিবার করোনার বলি হয়েছেন।