লোকসভা ভোটের আগে বিরোধী জোটের কি শরিক সংখ্যার নিরিখে আরও একটি শক্তিবৃদ্ধি করতে চলেছে? এই প্রশ্ন উস্কে দিয়ে এ বার ‘ইন্ডিয়া’য় শামিল হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন প্রাক্তন সাংসদ তথা ‘বঞ্চিত বহুজন অঘাড়ী’ (ভিবিএ) দলের নেতা প্রকাশ আম্বেদকর।
ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ারকে চিঠি দিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বিআর অম্বেদকরের নাতি প্রকাশ। আগেও অবশ্য এক বার তাঁর এই ইচ্ছার কথা জানিয়েছিলেন প্রকাশ।
তবে বিরোধী জোটে শামিল হতে ‘এক ডজন’ শর্তও দিয়েছেন প্রকাশ। জানিয়েছেন, যে আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর দলের জন্য এক ডজন, অর্থাৎ ১২টি আসন ছেড়ে রাখতে হবে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সঙ্গে মহারাষ্ট্রের বিরোধী জোট মহা বিকাশ অঘাড়ী বা এমভিএ-তে যোগ দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন প্রকাশ। মহারাষ্ট্রে লোকসভা আসন ৪৮টি। প্রকাশের প্রস্তাব সমান ভাবে এই আসনগুলি শরিক দলগুলির মধ্যে ভাগ করে দেওয়া হোক। অর্থাৎ, কংগ্রেস, এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী), শিবসেনা (ইউবিটি) এবং ভিবিএ প্রত্যেকে ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করুক।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, প্রকাশ ‘ইন্ডিয়া’য় শামিল হলে মূলত মহারাষ্ট্রে দলিত এবং বহুজন সমাজের ভোট একত্রিত হয়ে বিরোধীদের ঝুলিতে পড়ার একটি সম্ভাবনা রয়েছে।