সারা দেশে ‘ইন্ডিয়া’ থাকবে। বাংলায় তৃণমূল লড়াই করবে। কারণ, তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে। সারা ভারতকে পথ দেখাতে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার চাকলায় তৃণমূলের কর্মিসভা থেকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা বুঝিয়ে দিয়েছেন, সারা দেশে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’ যেমন লড়াই করছে তেমনই করবে। কিন্তু বাংলায় তৃণমূল একার শক্তিতেই বিজেপির বিরুদ্ধে লড়বে। অর্থাৎ, কারও সঙ্গে জোট বেঁধে নয়। তৃণমূলের একাংশের মতে, বাংলায় ‘ইন্ডিয়া’র প্রতিভূ হিসেবে তৃণমূলকেই তুলে ধরতে চেয়েছেন মমতা।
প্রসঙ্গত, আসন সমঝোতার প্রশ্নে মমতা বরাবরই বলে এসেছেন যে, রাজ্যে যারা আসল ক্ষমতাধর, তারাই সংশ্লিষ্ট রাজ্যে জোটের ‘নিয়ন্ত্রক’ হবে। ফলে বাংলায় তৃণমূল চাইবে তাদের হাতেই জোটের ‘নিয়ন্ত্রণ’ থাকুক। মমতা সেই বিষয়টিই আরও স্পষ্ট করে দিয়েছেন। যাতে আসন সমঝোতার সময় দর কষাকষিতে তিনি ‘সুবিধাজনক’ অবস্থানে থাকেন।