দমকল দফতরে প্রায় এক হাজার শূন্য পদে নিয়োগের প্রস্তাবে সিলমোহর দিল মন্ত্রিসভা। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ হওয়ার কথা। মাধ্যমিক পাশ যে কেউ এই পরীক্ষায় বসতে পারবেন। প্রশাসনিক সূত্রের বক্তব্য, ওই দফতরে সব মিলিয়ে প্রায় তিন হাজার অপারেটরের পদে নিয়োগ প্রয়োজন। তারই প্রথম ধাপ হিসেবে এ দিন এক হাজার নিয়োগে এই অনুমোদন।
‘হেলথ রিক্রুটমেন্ট বোর্ড’-এর অধীনে হোমিওপ্যাথিক ডিসপেনসরিতে ২৯টি মেডিক্যাল অফিসারের পদ তৈরি হচ্ছে। ভূমি দফতরের ব্লক, মহকুমা, জেলাস্তরে লোকবল এত দিন কম ছিল। ভূমি-দলিল কম্পিউটারে নথিবদ্ধ করতে প্রবল চাপ রয়েছে। তা সামাল দিতে ৪২৭ জন ‘ডেটা এন্ট্রি অপারেটর’ নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।
মন্ত্রিসভার বৈঠকে উত্তরবঙ্গের চা-বাগান শ্রমিক এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের উন্নয়নে এক গুচ্ছ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রী মানস ভুঁইয়া জানান, চা-সুন্দরী প্রকল্পের আওতায় বাড়ি তৈরি করে চাবি তুলে দেওয়া হয়েছে এত দিন। নতুন সিদ্ধান্তে চা-শ্রমিকদের জমির পাট্টাও দেওয়া হবে। সেই জমিতে এক লক্ষ ২০ হাজার টাকা পাবেন তাঁরা। তাতে তাঁরা বাড়ি তৈরি করতে পারবেন।
মন্ত্রীর দাবি, আগে এই পাট্টা ছিল না। প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ যেখানে রাজ্যে দুর্নীতির অভিযোগে বন্ধ, সেখানে লোকসভা ভোটের আগে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গে চা-শ্রমিকদের বাড়ি তৈরির টাকা দেওয়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।