বেশ কয়েক বছর ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান উত্তর ২৪ পরগণার চাকলা ধাম। প্রতিদিন কয়েকশো পুণ্যার্থী আসেন এখানে। বিশেষ দিনগুলিতে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। তাই চাকলার লোকনাথ মন্দির ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয় সংস্কারের কাজ। বৃহস্পতিবার সেই মন্দিরের উদ্বোধন করলেন তিনি। দিলেন পুজোও।
প্রসঙ্গত, মন্দির সংস্কার ও উন্নয়নের জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। সেই টাকাতেই গোটা মন্দির ঢেলে সাজানো হয়েছে। মন্দিরের ভেতরে ও বাইরে একাধিক পরিবর্তনও করা হয়। মন্দিরের মধ্যে পুজোর সামগ্রী রাখার জন্য একাধিক ঘর বানানো হয়েছে। ভোগ বিতরণের জন্যও আলাদা ঘরের বন্দোবস্ত করা হয়েছে। মন্দিরে ঢোকা বেরনোর জন্য বড় বড় দরজা তৈরি করা হয়েছে। বিশ্ববাংলা গেটের আদলে তৈরি করা হয়েছে সেগুলি।
মন্দির চত্বরে ৩০-৩৫টি ফুলের দোকান বা কাউন্টার তৈরি করা হয়েছে। যাঁরা এতদিন ওখানে ফুলের ব্যবসা করতেন, তাঁদের জন্য স্থায়ী দোকান বানিয়ে দেওয়া হয়েছে। মন্দির চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। আগত পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার সুব্যবস্থা করা হয়েছে। এই মন্দিরে প্রতিদিনই ভোগ খাওয়ানো হয়। সেই জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেখানে একসঙ্গে বসে ২০০০ হাজার জন খেতে পারবেন। রাতে পুণ্যার্থীদের থাকার জন্য নতুন গেস্ট হাউজ তৈরি করা হয়েছে মন্দির চত্বরে।