ক্রিসমাসে ‘জয় মাতা দি’ মন্ত্রজপই কাল! এবার রণবীর কাপুর-সহ গোটা কাপুর পরিবারের বিরুদ্ধে উঠল হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ! প্রসঙ্গত, প্রতিবারই বড়দিনে একসঙ্গে নৈশভোজ সারেন কাপুর পরিবার। এবারও ক্রিসমাসে একত্রিত হয়েছিল তারা। স্ত্রী আলিয়া ভাট-সহ রণবীরও হাজির ছিলেন সেই পার্টিতে।
সেদিনেরই একটি ভিডিওতে রণবীরকে দেখা গিয়েছে কেকের ওপর পানীয় ঢেলে তা জ্বালানোর সময়ে ‘জয় মাতা দি’ বলতে। আর সেই ভিডিও নেটিজেনদের একাংশের কাছে বেশ মজার মনে হলেও কতিপয়ের কাছে হিন্দু ধর্মের অপমান বলে মনে হয়েছে।
সঞ্জয় তিওয়ারি নামে জনৈক মুম্বইবাসী ঘাটকোপার থানায় তাঁর দুই আইনজীবী পঙ্কজ মিশ্র এবং আশীষ রাইকে দিয়ে অভিযোগ দায়ের করিয়েছেন। তাঁদের অভিযোগ, অগ্নিদেবতাকে সব দেবতার আগে পুজো করার রীতি রয়েছে হিন্দুদের। কিন্তু রণবীর কাপুর এবং তার পরিবারের সদস্যরা অন্য ধর্মের উৎসব পালন করার সময়ে ইচ্ছাকৃতভাবে মাদকদ্রব্য ব্যবহার করে ‘জয় মাতা দি’ নামজপ করেছিলেন।