একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই শনির দশা শুরু হয়েছে বঙ্গ বিজেপির। দলত্যাগের হিড়িক, আদি-নব্য দ্বন্দ্ব তো ছিলই। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে শিকেয় উঠেছে তাদের সংগঠনেরও। কিন্তু এত কিছুর পরেও তাদের জন্য লোকসভা নির্বাচনে বাংলা থেকে বড় অঙ্কের আসন টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। বাংলা থেকে ৩৫টি আসন জিততে হবে বলে তাঁরা জানিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের। শুধু তাই নয়। এই ৩৫টি আসন জিততে ইলেকশন ম্যানেজমেন্ট টিম গড়ে দিয়েছেন শীর্ষ নেতারা। আর এ নিয়েই এবার কটাক্ষ করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
তিনি বলেন, ‘৩৫টি দূরে থাক, আগে বাংলায় ৩ থেকে ৫টি আসন জিতে দেখাক বিজেপি। কমিটি গড়ে এখন থেকে বেছে রাখলেন ভরাডুবির পর কাদের দায়ী করতে পারবেন। এটা ভরাডুবির কমিটি। ৩ আর ৫ জুড়লে তবে তো ৩৫ হবে।’ উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগেও রাজ্যে এসে নিয়মিত সভা করেছিলেন মোদী-শাহ-নাড্ডা–সহ কেন্দ্রীয় মন্ত্রীরা। কিন্তু দুই অঙ্ক পেরতে পারেনি বিজেপি। মোদীর অশ্বমেধের ঘোড়া রুখে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কুণাল বলেন, ‘একুশের বিধানসভা নির্বাচনের সময় ওঁরা বাংলায় ডেইলি প্যাসেঞ্জার করেছেন। এতে আমাদেরও একটা সুবিধা। যত বেশি মানুষ ওঁদের মুখ দেখবেন, তত বাংলার প্রতি তাঁদের বঞ্চনার কথা মনে পড়বে। তাই ওঁরা যত বেশি আসবেন, ততবার হারবে।’