লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরের উদ্বোধনকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। তাই এ নিয়ে ক্রমশই চড়ছে রাজনীতির পারদ। কারা কারা অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন, কে আসবেন আর কে বয়কট করবেন, তা নিয়ে কৌতুহল বাড়ছে। এবার যেমন ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল।
জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে অংশ নেওয়া হবে না। তৃণমূল নেত্রী কোনও প্রতিনিধিকেও অযোধ্যায় পাঠাবেন না বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।’
বুধবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘যাওয়ার কোনও প্রশ্নই নেই। আমন্ত্রণপত্র এসেছে না আসেনি তা আমি অবশ্য জানি না। তবে অংশ নেওয়ার প্রশ্ন নেই, সেটা জানি।’ কুণালের বক্তব্য, ‘আমরা ভগবান রামকে পুজো করি। বাড়িতে করি, হৃদয়ে করি, মন্দিরে করি। কিন্তু, বিজেপি রামকে নির্বাচনী অ্যাজেন্ডা হিসেবে ব্যবহার করে। ভোটের জন্য ব্যবহার করে। ফলে ওদের কোনও ইভেন্ট আমরা সমর্থন করি না।’