বেশ কয়েক বছর ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান উত্তর ২৪ পরগণার চাকলা ধাম। প্রতিদিন কয়েকশো পুণ্যার্থী আসেন এখানে। বিশেষ দিনগুলিতে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। আগামীকাল সেখানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মন্দির সংস্কার করে নবরূপে ভক্ত ও পর্যটকদের সামনে হাজির হতে চলেছে৷ আগামিকাল সেই নবরুপের মন্দিরের উদ্বোধন করবেন তিনি।
উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হিন্দুদের বিভিন্ন তীর্থস্থানগুলোর অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। বিগত সরকারের আমলে আমাদের রাজ্যের বিভিন্ন তীর্থস্থানগুলির ছিল ভগ্নদশা। কিন্তু রাজ্যের মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারাপীঠ, আদ্যাপীঠ, কালীঘাট, কচুয়া ও চাকলা লোকনাথ বাবার মন্দিরে ব্যাপক উন্নয়ন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মু্খ্যমন্ত্রীর হাত ধরেই চাকলা ও কচুয়ায় লোকনাথ বাবার মন্দিরে নতুন করে উন্নয়নের কাজ চলছে।’ নারায়ণবাবু জানিয়েছেন, ইতিমধ্যে এই দু’টি জায়গায় বড়ো ওভারগেটের কাজ প্রায় শেষ পর্যায়। ভক্তদের রাতে যাতে থাকতে কোন অসুবিধা না হয় সেজন্য ভক্ত নিবাস তৈরির কাজও হয়েছে দ্রুত গতিতে। মন্দির চত্বরে শেডের ব্যবস্থাও করা হয়েছে। মন্দিরের ভিতরে ও বাইরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও ভক্তদের সুবিধার্থে আরও উন্নয়নের কাজ চলছে।