বড়দিনের রাতে খাদ্যভবনের ভিতরে রিজার্ভ ফোর্স ব্যারাকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। তাঁর বুকে নিজের সার্ভিস রিভলবারের গুলি লেগেছিল। এরপর সঙ্কটজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
গতকাল রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে। মৃত কনস্টেবলের নাম তপন দাস। ৫৩ বছর বয়সী কলকাতা পুলিশের ওই কনস্টেবলের বাড়ি হরিণঘাটায়। তিনি নিজেই গুলি চালিয়েছেন নাকি দুর্ঘটনাবশত গুলি লেগেছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পার্কস্ট্রিট-ধর্মতলা চত্বরে যখন বড়দিনের ভিড় থিকথিক করছে, ঠিক তখনই নিউ মার্কেট থানা এলাকার খাদ্যভবনে রিজার্ভ ফোর্সে ব্যারাকের সামনে গুলিবিদ্ধ হন তপন। তাঁর নাইট ডিউটি ছিল।
জানা গিয়েছে, ঘটনার সময় খাদ্য ভবনের ভিতরে রিজার্ভ ফোর্সের ব্যারাকে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ডিউটিতে যাওয়ার পথেই ঘটনাটি ঘটে। দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি আত্মহত্যা করেছেন বলেই পুলিশের প্রাথমিক অনুমান।