‘সংসদ, সীমানা, সমাজ, রাস্তা – বিজেপি শাসনে কোনোটাই আর নিরাপদ নয়।’ এই ভাষাতেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। গতকাল মণিপুরে ৮৭ জন কুকি-জো-র দেহর গণ শেষকৃত্যর এক ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে এদিন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এই মন্তব্য করেন।
মণিপুরের সাম্প্রতিক জাতিদাঙ্গায় নিহত কুকি জো জনগোষ্ঠীর ৮৭ জনের দেহ চূড়াচন্দ্রপুরে কবর দেওয়া হয়। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, এরমধ্যে ৪১টি দেহ ইম্ফলের বিভিন্ন মর্গ থেকে বিমানে করে নিয়ে আসা হয় এবং বাকি ৪৬টি দেহ চূড়াচন্দ্রপুর জেলা হাসপাতালের মর্গ থেকে আনা হয়। এর আগে গত ১৫ ডিসেম্বর কাংপোকপিতে ১৯ জনের দেহ কবর দেওয়া হয়েছিল।
কংগ্রেস নেত্রী বঢরা লেখেন, ‘একবার ভেবে দেখুন, মণিপুর হিংসায় মৃত্যু হওয়া মানুষদের ৮ মাস পরে শেষ কাজ করা হচ্ছে। মণিপুর নিয়ে সংসদে যখন প্রশ্ন করা হয়েছিল তখন সরকার এই ঘটনার দায় গ্রহণের বদলে সমানে অসংলগ্ন উত্তর দিয়ে গেছিল’।
তিনি আরও বলেন, ‘আর প্রধানমন্ত্রী যেখানে বসেন এখন তো সেই সংসদও নিরাপদ নয়। কারণ সেখানে প্রশ্ন করার জন্য প্রায় ১৫০ জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। বিজেপির রাজত্বে সংসদ, সীমানা, রাস্তা, সমাজ কিছুই নিরাপদ নয়’।