দুপুরে নিউটাউনের হোটেল শাহি বৈঠক বসার কথা। বঙ্গ বিজেপির ২৪ জনের কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন শাহ আর নাড্ডা। কিন্তু সেই কমিটির সদস্য হয়েও সেখানে আসছেন না মিঠুন চক্রবর্তী। আর অনুপম হাজরা বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পত্রই পাননি। তিনি এখন পড়ে আছেন বোলপুরের পৌষ মেলার মাঠে দলেরই বিক্ষুব্ধ নেতাদের নিয়ে।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, এভাবে কী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহীরুহের সঙ্গে কী জোরদার লড়াই করা যাবে! একুশের ভোটের পরে রাজ্য জুড়ে প্রচারের পর মাঝে মাঝেই দলের সাংগঠনিক বৈঠকে হাজির হতে দেখা গিয়েছে মিঠুনকে। কথা দিয়েছিলেন, লোকসভা নির্বাচনের প্রস্তুতিপর্বের শুরু থেকেই দলের প্রচারে ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু এদিন লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতির বৈঠকেই থাকছেন না তিনি। দলের নেতারা বলছেন, মাস খানেক আগেই পারিবারিক সফরে আমেরিকায় গিয়েছেন মিঠুন। কবে ফিরবেন জানা নেই। একুশের ভোটের সময়েই বিজেপিতে যোগ দেন মিঠুন। কিন্তু তারপর আর কোনও নির্বাচনেই তাঁর দেখা মেলেনি। কোনও দায়িত্বও পাননি।
এদিকে অনুপম হাজরা বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণই পাননি। এমনকি শাহি সফরে তাঁকে কেউ থাকতেও বলেনি। তিনি তাই বোলপুরের বুকে পৌষমেলার মাঠে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের নিয়ে স্টল খুলে বসে আছেন। সেই স্টল নিয়ে তিনি আবার তাঁর ফেসবুক পেজে পোস্টও করেছেন। লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের সমস্ত বঞ্চিত অবহেলিত, কোণঠাসা, পদ-হীন মোদী-ভক্ত এবং বিজেপি কার্যকর্তা, যারা বছরের-পর বছর পার্টির জন্য রক্ত-ঘাম ঝরিয়েছেন, মাসের পর মাস ঘরছাড়া হয়ে থেকেছেন, তাঁদের উদ্দেশ্যে…আজ পৌষ মেলায় আপনাদের জন্য স্টলটি আমাদের দলেরই এক পুরনো শ্রদ্ধেয় কার্যকর্তাকে দিয়ে উদ্বোধন করা হয়েছে!!! পৌষ মেলায় এই স্টলে যারা যারা যাচ্ছেন, সময় কাটাচ্ছেন, ছবি তুলে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে ছড়িয়ে দিন! ফেসবুক লাইভও করতে পারেন। কেন্দ্রীয় নেতৃত্ব যেন দেখতে পারেন যে পশ্চিমবাংলায় কত পরিমাণ ভালো সংগঠকদের বসিয়ে রাখা হয়েছে!!!’