আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে ‘রামলালা বিরাজমান’-এর বিগ্রহ। আর তাই সেই অনুষ্ঠান নিয়ে ভক্ত শিবিরে উত্তেজনার শেষ নেই। দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা সামিল হবেন তাতে। সাধারণ দর্শনার্থীরা যেমন থাকছেন, তেমনই থাকবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ দেশ-বিদেশের নামীদামি ব্যক্তিত্ব। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। শিল্পপতি থেকে শুরু করে ক্রিকেট তারকাদের।
আমন্ত্রিত রয়েছেন বলিউডের একঝাঁক তারকাও। বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে অমিতাভ বচ্চন, অনুপম খের, আলিয়া ভট্ট, রণবীর কপূর,অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত-সহ দক্ষিণী তারকা যশ, প্রভাস— কে নেই সেই তালিকায়! কিন্তু বলিউডের তিন খান— শাহরুখ, সলমন, আমির আদৌ ডাক পেয়েছেন কি না, সেই বিষয়ে নিশ্চিত কিছু তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে এখনও পর্যন্ত বড় পর্দা এবং ছোট পর্দায় যাঁরাই রামের চরিত্রে অভিনয় করেছেন, ডাক পেয়েছেন তাঁরাও।