গত পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদের নওদা ব্লকে বাম-কংগ্রেস জোট কেদারচাঁদপুর পঞ্চায়েত দখল করেছিল। লোকসভা ভোটের আগে সেই পঞ্চায়েত নিজেদের দখলে নিল তৃণমূল।
পঞ্চায়েতের এক কংগ্রেস সদস্য শাসকদলে নাম লেখানোয় সংখ্যাগরিষ্ঠতা হারায় জোট। সোমবার রাতে নওদায় তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ব্লক সভাপতি সফিউজ্জমান শেখের হাত থেকে জোড়াফুলের পতাকা নেন দলত্যাগী কংগ্রেস সদস্য পলাশ মণ্ডল।
কেদারচাঁদপুর পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৮। পঞ্চায়েত ভোটের পর বাম-কংগ্রেস যখন সেখানে বোর্ড গঠন করে, তখন তাদের সদস্য সংখ্যা ছিল ১১। আর সাত জন ছিলেন তৃণমূলের। গত শুক্রবার জোটের তিন সদস্য তৃণমূলে যোগ দেন। এ বার যোগ দিলেন পলাশ। এর ফলে এখন তৃণমূলের হাতে রয়েছে ১১ জন। আর বাকি সাত জন জোটের সদস্য।
যোগদানের পর তিনি বলেন, ‘কংগ্রেসে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। তাই তৃণমূলে এসেছিল।’ সফিউজ্জমানের হুঁশিয়ারি, ‘বাকি বিরোধী সদস্যেরাও খুব তাড়াতাড়ি তৃণমূলে নাম লেখাবেন।’ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘রাজ্যের বাম-কংগ্রেসের সদস্যেরা বেশির ভাগই বিজেপি ঘেঁষা। যাঁরা প্রকৃত বিজেপি বিরোধী, তাঁরাই তৃণমূলে যোগ দিচ্ছেন।’