শুক্রবার থেকে নিউটাউন মেলা গ্রাউন্ডে শুরু হল জাতীয় পর্যায়ের ‘১৯তম কলকাতা সরস মেলা’। এর আগে রাজ্যে কলকাতা ও শিলিগুড়িতে সরস মেলা হতো। স্বনির্ভর গোষ্ঠীর ব্যবসা বাড়াতে এবার এই দু’টি জায়গার পাশাপাশি দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর ও মালদায় সরস মেলার আয়োজন করা হবে। এক ছাতার তলায় ২১ রাজ্যের শিল্প সামগ্রী মিলবে। সেই সঙ্গে থাকছে বাংলার ২২ জেলার অপরূপ শিল্প সম্ভার। আয়োজক সংস্থা জানিয়েছে, ১২ দিনের এই মেলায় দেশ-বিদেশ মিলিয়ে থাকছে ২২৫টি স্টল।
উল্লেখ্য, মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রামান্নোয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এর মধ্যেই অসম, অন্ধপ্রদেশ, চণ্ডীগড়, গোয়া মিলিয়ে ২১টি রাজ্যের প্রতিনিধি মেলায় অংশ নিয়েছেন। এ বছর লাদাখ, কেরালা, রাজস্থানও অংশ নিয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে বিশ্ববাংলা গেট সংলগ্ন নিউটাউন মেলা গ্রাউন্ডে সরস শুরু হয়েছে। চলবে ২রা জানুয়ারি পর্যন্ত। দুপুর ১২টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।