বড় অঙ্কের বিনিয়োগের মুখ দেখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এই রাজ্যেরই শিল্পসংস্থা রেশমি গ্রুপ ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ইস্পাত ও খনি শিল্পের জন্য। আর তাতে বাংলার কোষাগার যে শুধু ভরে যেতে চলেছে তাই নয়, একটা বড় সংখ্যার মানুষও কর্মসংস্থানের সুযোগ পেতে চলেছেন।
রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে এবং তার পাশের জেলা ঝাড়গ্রামে রয়েছে এই সংস্থার Brownfield ও Greenfield Steel Plant। সেই দুটি কারখানার সম্প্রসারণের লক্ষ্যে তাঁরা ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। আর তার জেরে সেই দুই কারখানায় প্রত্যক্ষ ভাবে আরও ৫ হাজার মানুষের কাজের সুযোগ হতে চলেছে। একই সঙ্গে বীরভূম ও পশ্চিম বর্ধমানজেলার ৩টি কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য তাঁরা আরও ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। তার জেরে ওই ৩টি খনিতে ১৫ হাজার মানুষ প্রত্যক্ষ ভাবে কাজ পেতে চলেছেন। শুধু তাই নয়, এই ৩টি কয়লাখনির হাত ধরে রাজ্য সরকার আগামী ৫০ বছর ধরে বার্ষিক ১৩০০ কোটি টাকা লেভি পেতে চলেছে।