বছর ঘুরলেই দেশে লোকসভা নির্বাচন। আর তাই নতুন বছরে বাজিমাৎ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ময়দানে নামছে রাজ্যের শাসকদল তৃণমূল। ছোট ছোট পথসভা, জনসভা দিয়ে শুরু করে দেওয়া হচ্ছে লোকসভা ভোটের প্রচার। এছাড়া আগামী ২৭ তারিখ উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথধামে যাবেন মুখ্যমন্ত্রী। এর পর আগামী ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতো ওই দিন আলাদা কর্মসূচি রয়েছে দল ও নেত্রীর।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় জোরদার কর্মসূচিতে নামছে তৃণমূল। কোনও এলাকার মানুষ যাতে বাদ না পড়ে সেইভাবে কর্মসূচি সাজাতে বলা হয়েছে দলকে। এর মধ্যে জন-পরিষেবা দেওয়ার কাজও শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী। দার্জিলিং, আলিপুরদুয়ার-সহ পাহাড়, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় পরিষেবা প্রদানের কাজ ইতিমধ্যে সেরে এসেছেন তিনি। একবার ভোট ঘোষণা হয়ে গেলে পরিষেবা দেওয়ার কাজ আটকে যেতে পারে। তাই জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে প্রায় সমস্ত জেলা ঘুরে একদিকে পরিষেবা প্রদান ও তার সঙ্গে জনসংযোগের কাজ সারবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফরও রয়েছে এই পর্বেই। তার পর রয়েছে বইমেলা পর্ব। আগামী ১৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন তিনি। সেসব মিটিয়ে আবার উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। কোচবিহার, জলপাইগুড়ি-সহ আরও কিছু জেলা সেরে যাওয়ার কথা বাঁকুড়া, পুরুলিয়া। পাশাপাশি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে নতুন বছরের একাধিক কর্মসূচি চলবে রাজ্যজুড়ে। তার সঙ্গেই গিয়েছে সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধী সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মসূচির তালিকা।