নোটবন্দির পর এবার গ্যাসের বায়োমেট্রিক করতে এসে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। সার্ভার ডাউনের কারণে সমস্যা হচ্ছে দাবি ডিস্ট্রিবিউটরের। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চাতে ইন্ডিয়ান গ্যাসের ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকে দুপুর পেরিয়ে গেলেও হচ্ছে না বায়োমেট্রিকের কাজ।
এ নিয়ে ইন্ডিয়ান গ্যাসের হেলেঞ্চার ডিস্ট্রিবিউটর প্রদীপ বিশ্বাস জানান, সার্ভার ডাউনের কারণে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। একসঙ্গে সার্ভারের উপরে চাপ পড়ার কারণেই এই সমস্যা হচ্ছে বলে তার দাবি। আমরাও চেষ্টা করছি যাতে দ্রুত সমাধান করা যায়।