‘গীতাপাঠ করলে মন ভাল হতে পারে, কিন্তু পেট ভরবে না। পেট ভরাতে হলে কাজ করতে হবে’। বক্তা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
ঘটনার সূত্রপাত, রবিবার গীতা জয়ন্তীতে ব্রিগেডে লক্ষ মানুষের গীতা পাঠের আয়োজন করেছে কয়েকটি সংগঠন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীরও। যদিও শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, রবিবারের কর্মসূচিতে তিনি আসতে পারবেন না।
শুক্রবার এ ব্যাপারে ময়দানে এক সাংবাদিক বৈঠক থেকে আয়োজকরা এই কর্মসূচিকে অরাজনৈতিক সামাজিক অনুষ্ঠান হিসেবে দাবি করেছেন। যদিও এদিনই ময়দানে পৃথক একটি সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ২৪ ডিসেম্বর ব্রিগেড গীতাপাঠের আসরে লক্ষাধিক মানুষ যোগ দেবেন।
ওই প্রসঙ্গেই শুক্রবার হুগলির হরিপালে মেলার উদ্বোধন এসে শোভনদেব বলেন, “গীতা পাঠই বলুন আর রাম নাম কিংবা কালীপুজো। কেউ হাতে করে খাবার দেয় না।গীতা পাঠ করলে মন ভাল হতে পারে। পেট ভরাতে গেলে কাজ করতে হবে। আর সেই ক্ষমতা দেন ঈশ্বর। তাই আমরা ঈশ্বরকে ডাকি।”