২০২২ সালে কর্ণাটকে কর্ণাটকের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তৎকালীন বিজেপি সরকার। তবে চলতি বছর কর্ণাটকে ক্ষমতায় আসার পর এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, ‘আমরা সিদ্ধান্ত ফেরত নেব। আর কোনও হিজাব নিষেধাজ্ঞা থাকবে না। মহিলারা হিজাব পরেই বের হতে পারেন।’ যেমন কথা তেমন কাজ। এবার কর্ণাটকে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা করলেন সিদ্দারামাইয়া।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই কর্ণাটকে বিজেপি সরকারকে গদিচ্যূত করে সেখানে মসনদে বসেছে কংগ্রেসের সরকার। আর সেই কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার ঘোষণা করেছেন যে কর্ণাটকে আর হিজাবের ওপর নিষেধাজ্ঞা থাকবে না। এক্স হ্যান্ডলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি নির্দেশ দিয়েছি (অফিসারদের) যাতে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।’ এর পাশাপাশি বিজেপিকেও একহাত নেন সিদ্দারামাইয়া। পোশাক, কাপড়, জাতির ভিত্তিতে বিজেপি মানুষ ও সমাজকে ভাগ করাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।