আগামী সোমবার বড়দিন। ফি বছরই এই দিনে শহরে মানুষের ঢল নামে। আর তাই ওইদিন নিরাপত্তায় ফুট পেট্রলিং এবং মোটর পেট্রলিং ভ্যানে জোর দিচ্ছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ক্রিসমাস ইভ ও বড়দিনে এবার পার্ক স্ট্রিট, বিভিন্ন চার্চ-সহ শহরের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে তিন হাজারের বেশি পুলিশ। জোর দেওয়া হচ্ছে মহিলাদের নিরাপত্তায়।
লালবাজার সূত্রে খবর, ভিড়ের মাঝেই নানান অপরাধ ঘটে থাকে, বিশেষ করে ইভটিজিং, শ্লীলতাহানি বা অশালীন আচরণের মতও ঘটনা রুখতেই পার্ক স্ট্রিট সংলগ্ন রাস্তায় ভিড়ের মাঝে পায়ে হেঁটে ঘুরবে পুলিশ। এছাড়া জোন করে মোটর সাইকেল পেট্রিলিংয়ের ব্যবস্থাও থাকছে।
এবার ২৪ ডিসেম্বর রবিবার হওয়ার কারণে সকাল থেকেই শহরের দর্শনীয় স্থান থাকবে জমজমাট। বিকেল গড়াতেই পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, ক্যাথিড্রল চার্চ-সহ শহরের অন্যান্য চার্চে ভিড় বাড়তে থাকবে। তাই ওই দিন নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে প্রায় ২৩০০ পুলিশ কর্মী। প্রতিবারের মতো এবারও তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার।
২৪ ডিসেম্বর ৩ জন ডিসি, ১০ জন এসি, ৫০ জন ইন্সপেক্টর, ২৩৯ জন সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট, ৩০০ জন এএসআই, ১৪৭২ জন হোমগার্ড, প্রায় ২০০ জন মহিলা পুলিশ সব মিলিয়ে ২৪ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ইভ প্রায় ২৩০০ পুলিশ কর্মী শহরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন। একই ভাবে ২৫ তারিখ বড়দিনের দিন সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩২০০ জন।
২৫ ডিসেম্বর ৯ জন ডিসি, ২৫ জন এসি, ৭৫ জন ইন্সপেক্টর, ৩০৪ জন সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট, ৪০৯ জন এএসআই, ২০৬৪ জন হোমগার্ড ও ৩০০জন মহিলা পুলিশ। এছাড়া গঙ্গার ঘাটগুলোতেও নিরাপত্তা বাড়ানো হবে। প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক-সহ সংলগ্ন এলাকায় নজরদারি থাকবে পুলিশের। রিভার পেট্রলিং, ডিএমজি টিম থাকবে।