কুস্তিগির সাক্ষী মালিক অবসর ঘোষণা করতেই এবার এই ইস্যু নিয়ে কংগ্রেস অভিযোগ তুলল, বিজেপি হরিয়ানার মেয়ে ও কৃষকের কন্যাকে অপমান করেছে। অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগিরকে কুস্তি ছাড়তে বাধ্য করেছে। মহিলা কুস্তিগির, কৃষক তথা দেশের কন্যার প্রতি এই অন্যায়ের জন্য মোদী সরকারই দায়ী। কারণ, মহিলা কুস্তিগিরদের উপরে যৌন নিপীড়নের অভিযোগ সত্ত্বেও মোদী সরকার বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে পদক্ষেপ করেনি।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা আজ সাক্ষীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। প্রিয়ঙ্কা বলেন, এক জন মহিলা হিসেবেই তিনি সাক্ষীর কাছে গিয়েছিলেন। সাক্ষী-সহ কুস্তিগিরেরা ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লির রাস্তায় নেমে ৩৯ দিন ধরে আন্দোলন করেছিলেন। তাঁরই ডান হাত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি পদে জিতে এসেছেন। তার পরেই সাক্ষী কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। আজ কংগ্রেসের হরিয়ানার নেতা রণদীপ সুরজেওয়ালা ও বক্সার বিজেন্দ্র সিংহ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন ছুড়েছেন, কৃষক-কন্যা, পদকজয়ী মহিলা কুস্তিগিরদের সঙ্গে কি মোদী সরকার এই রকমই আচরণ করবে?