গত ৩০ অগস্ট বিরোধীদের হাতে আক্রান্ত হয় তৃণমূলের প্রার্থী মলয় মান্না। টানা তিন মাস তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি থাকতে হয়। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার প্রতিবাদে বুধবার ভগবানপুর ১ ব্লকে প্রতিবাদ সভার আয়োজন করেছিল সবং ব্লক তৃণমূল। আর সেই সভামঞ্চ থেকেই সিপিএম-বিজেপিকে একহাত নিলেন মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গরিব মানুষের টাকা দেন না, অথচ তাঁদের উপর প্রতিনিয়ত অত্যাচার করেন। এখনই সংযত হোন। নাহলে তৃণমূল জানে কীভাবে সংযত করতে হয়। তাঁর সাফ কথা, সবংয়ের মানুষের অভাব-অভিযোগ আছে, কিন্তু কখনও টাকার কাছে বিক্রি হন না। কোনও গুন্ডা-দাদাগিরির কাছে মাথা নত করেননি।
মানসের দাবি, মানুষ বলছে ১০০ দিনের কাজের টাকা দাও, গরিব মানুষের ঘরের টাকা দাও। বিজেপি দিশাহারা হয়ে তার উত্তর না দিয়ে তাঁদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। এখানকার বিজেপি-সিপিএম হার্মাদরা শুনে রাখুন, আমি সন্ত্রাস করতে দিই না মানে দুর্বল নই। ৮২ সাল থেকে সবংয়ের মাটিতে অনেক সন্ত্রাস দেখেছি। অনেক মানুষের শব কাঁধে নিয়ে গিয়েছি। সন্ত্রাসবাদীদের কীভাবে রুখে দিতে হয় আমার জানা আছে। তৃণমূল কর্মীদের উদ্দেশে মন্ত্রীর পরামর্শ, দু-তিন মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। আপনারা তৈরি হোন। নির্বাচনে অনেক টাকার ঝুলি নিয়ে বহু বহিরাগতই আসবে। তাদের মুখের ওপর জবাব দিতে হবে। অন্যায় দেখলেই আমায় খবর দেবেন। নেত্রীর উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরুন।