লোকসভায় হলুদ গ্যাস কান্ডে সুর চড়ানোয় শীতকালীন অধিবেশনে নজিরবিহীনভাবেই লোকসভা এবং রাজ্যসভা থেকে ইন্ডিয়া জোটের ১৪৬ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ওই সাসপেনশনের প্রতিবাদে শুক্রবার যন্তরমন্তরে ধর্নায় বসেছেন ইন্ডিয়া জোটের সাংসদ ও শীর্ষ নেতারা। সেই ধর্না মঞ্চ থেকেই এবার হুঙ্কার ছাড়লেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। বললেন, ‘গণতন্ত্র রক্ষায় যে কোনও মূল্য চোকাতে রাজি।’
এনসিপি সুপ্রিমোর পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইডি ও সিবিআইয়ের ভয়ে মোদী সরকারের বিরুদ্ধে লড়াই থেকে পিছু হঠবেন না তাঁর। তাঁর কথায়, ‘লোকসভা ভোট যত এগোবে ততই কেন্দ্রের শাসকরা বিরোধী জোটের নেতাদের বিরুদ্ধে ইডি ও সিবিআইকে লেলিয়ে দেবে। কিন্তু ইডি ও সিবিআইয়ের ভয়ে চুপ করে বসে থাকব না। মোদি সরকারের স্বৈরাচারী ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই চলবে। সবাই ঐক্যবদ্ধভাবেই লড়াই চালাব।’
ধর্না মঞ্চে হাজির ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। ‘গদি’ মিডিয়াকে এক হাত নিয়ে তিনি বলেন, ‘সংসদে দুজন ঢুকে পড়লে। রং বোমা ছুড়লেন। হামলার সময়ে বিজেপি সাংসদরা ভয়ে পালিয়ে গেলেন। বুক চিতিয়ে লড়াই করলেন বিরোধী সাংসদরা। অথচ সংসদে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন তোলার অপরাধে বিরোধী দলের সাংসদদেরই বের করে দেওয়া হলো। আজ সংবাদমাধ্যম দেশের বেকারত্ব নিয়ে কোনও প্রশ্ন তুলছে না। বিরোধী সাংসদদের সাসপেনশন নিয়ে টুঁ শব্দটি করছে না।’