গত ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। গাজা থেকে মিনিট কুড়ির মধ্যে ছোঁড়া হয় ৫ হাজার রকেট। এর পরই জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার। মাঝে যুদ্ধবিরতি চললেও ফের নতুন করে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। গাজায় আবারও জোরদার আক্রমণ শানাচ্ছে তেল আভিভ। তবে এবার ইজরায়েলি সেনার বিরুদ্ধে নিরস্ত্র ১১ জন প্যালেস্টাইনিকে তাঁদের পরিবারের সামনেই বিনা প্ররোচনায় গুলি চালিয়ে হত্যা করার অভিযোগ উঠতেই তৎপরতা শুরু করল রাষ্ট্রপুঞ্জ। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত সচিবালয়ের তরফে ঘটনাটির তদন্ত করতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে যুদ্ধাপরাধের দায়ে বিচার হতে পারে ইজরায়েলি সেনার।
রাষ্ট্রপুঞ্জের তরফে জানা গিয়েছে, গাজা ভূখণ্ডের আল রেমাল এলাকায় আল আওয়াদা ভবনের দখল নেওয়ার সময় ইজরায়েলি সেনার বিরুদ্ধে ১১ জন নিরস্ত্র প্যালেস্টাইনিকে গুলি চালিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে। ওই ১১ জনকে তাঁদের পরিবারের সামনেই হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার ‘নৃশংসতা’ এবং ‘ভয়াবহতা’ পর্যালোচনা করেই তদন্তের নির্দেশ দেয় রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত সচিবালয়ের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, সেনার বিরুদ্ধে অভিযোগ যে, তারা ১১ জন প্যালেস্টাইনিকে তাঁদের স্ত্রী এবং সন্তানদের থেকে সরিয়ে নিয়ে গিয়ে হত্যা করে। যে বহুতল ভবনে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেখানে বহু প্যালেস্টাইনি আশ্রয় নিয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।