রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রাক্তন প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং ডব্লিউএফআই-এর সভাপতি নির্বাচিত হয়েছে। নির্বাচনে জয়ী হওয়ার পরে কুস্তিগির ভিনেশ ফোগাট ক্যামেরার সামনে কার্যত ভেঙে পড়েন।
ভিনেশ ফোগাট সেই সকল কুস্তিগীরদের মধ্যে রয়েছেন যারা যৌন হয়রানির অভিযোগে প্রাক্তন কুস্তি সংস্থার প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন। বিক্ষোভের পর চলতি বছরের শুরুতে পদ থেকে সরে দাঁড়ান ব্রিজভূষণ শরণ সিং। ফোগাট ক্যামেরায় সামনে বলেন, ‘নূন্যতম প্রত্যাশা আছে কিন্তু আমরা আশা করি যে আমরা ন্যায়বিচার পাব। এটি দুঃখজনক যে কুস্তির ভবিষ্যত অন্ধকারে। আমরা আমাদের দুঃখ কাকে জানাব? আমরা এখনও লড়াই করছি’।
মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এর প্রতিবাদে ফেডারেশনের আয়োজিত সমস্ত ধরনের কুস্তি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন ২০১৬ রিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগির সাক্ষী মালিক। বৃহস্পতিবার কুস্তি ছাড়ার কথা ঘোষণা করতে সাক্ষী দেশের প্রথমসারির কয়েকজন কুস্তিগিরকে নিয়ে নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন। সেখানে সাক্ষী বলেন, ‘আমরা আমাদের হৃদয় দিয়ে এই যুদ্ধ লড়েছি। শেষ পর্যন্ত, আমরা ৪০ দিন রাস্তায় শুয়েছিলাম। আমি, দেশের বেশ কিছু মানুষকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তাঁরা প্রতিবাদের সময় আমাদের সমর্থনে এগিয়ে এসেছিলেন। কিন্তু, যদি ব্রিজভূষণ সিংয়ের ব্যবসায়িক অংশীদার এবং ঘনিষ্ঠ সহযোগী জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন, আমি কুস্তি ছেড়ে দেব।’ সাংবাদিক বৈঠকে সাক্ষী কান্নায় ভেঙে পড়েন। অনুষ্ঠানস্থলে উপস্থিত লোকজন তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানান। কিন্তু সাক্ষী, সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান।