শহরে বড়দিনের আবহে পারদ চড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। প্রসঙ্গত, বছরের শেষ লগ্নে বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত। সপ্তাহান্তে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার রাজ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। ফলত বড়দিনে কনকনে শীত অনুভূত হবে না। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে রাতের তাপমাত্রা। আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা। সকালে পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৩ শতাংশ। দক্ষিণবঙ্গে শনিবার থেকে ঊর্ধ্বমুখী পারদ। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দু-তিন দিনে। এরপর কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা।আবহাওয়ার পরিবর্তন। পরিস্কার আকাশ বদলে ক্রমশ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শনি ও রবিবার ক্রমশ বাড়বে তাপমাত্রা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। রাতে তাপমাত্রা ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। কুয়াশার বেশি সম্ভাবনা রয়েছে কোচবিহার জেলায়।
পাশাপাশি, উত্তর-পশ্চিম ভারত শীতে জবুথুবু। অন্যদিকে কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটার এর কম। পাঞ্জাবে শৈত্য প্রবাহ। পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লীতে পারদ নিম্নমুখী। পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত ৪ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরপ্রদেশ থেকে বিহার পর্যন্ত ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ সহ পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে পাঞ্জাব এবং হরিয়ানা ও উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায়।পাঞ্জাবের শৈত্য প্রবাহ। লুধিয়ানাতে তাপমাত্রা ৪ ডিগ্রির কাছাকাছি। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লীতে তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারে তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ঘন কুয়াশা থাকবে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লী, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। পঞ্জাবে দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে আসতে পারে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশা। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে ভোর বেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে তামিলনাড়ুতে। বৃষ্টি হতে পারে কেরালা, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি, মাহে, করাইকালে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায়। এই ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু কেরালা সহ দক্ষিণ ভারতের রাজ্যে বর্ষণের সম্ভাবনা রয়েছে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।