চা-বাগান শ্রমিক ইউনিয়নের ধারাবাহিক কর্মসূচি নিয়ে মালবাজারের প্রশিক্ষণ শিবিরের পর বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখানে গেরুয়া শিবিরকে একহাত নিলেন তিনি। বিজেপি পোস্টার দিচ্ছে বাংলায় কেন শ্রম কোড চালু হচ্ছে না। এ নিয়েই তাদের দিকে পাল্টা ঝাঁঝালো প্রশ্ন ছুঁড়ে দিলেন ঋতব্রত। তিনি বলেন, শ্রম কোড চালুু হলে তো শ্রমিকদের ৮ ঘণ্টার জায়গায় ১২ ঘণ্টা কাজ করতে হবে। তাহলে বিজেপিকে আগে পরিষ্কার হতে হবে তারা শ্রমিকদের ৮ ঘণ্টা নাকি ১২ ঘণ্টা কাজের পক্ষে।
রাজ্যসভার এই প্রাক্তন সাংসদের অভিযোগ, বাগান অধিগ্রহণ, পিএফ-সহ একের একের এক বঞ্চনার তালিকা রয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তারপরেও তারা থামছে না, বরং শ্রমিকদের একের পর এক বিপাকে ফেলার চেষ্টা করছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা-শ্রমিকদের পাশে আছেন। ঋতব্রত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শ্রমিকদের স্বার্থে তিনি কখনই বাংলায় শ্রম কোড চালু করতে দেবেন না। বিজেপিকে নিশানা করে তাঁর অভিযোগ, ওরা চা-শ্রমিকদের ঠকানোর খেলায় নেমেছে।