বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্ট অভিষেক হয়েছে বাংলার ক্রিকেটার রিচা ঘোষের। আর লাল বলে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই নজর কাড়লেন তিনি। অভিষেক ম্যাচে অর্ধশতরান করলেন বঙ্গতনয়া রিচা। করলেন ৫২ রান। তাঁর ইনিংসে ভর করেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিড নিল ভারত। রিচার সঙ্গে জুটি গড়েন জেমাইমা রদ্রিগেজ। তাঁরা ১১৩ রানের জুটি গড়েন। অস্ট্রেলিয়ার ২১৯ রানের গণ্ডি পার করে যান তাঁরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্টেই অভিষেক হয় রিচার। বাংলার উইকেটরক্ষককে দলে জায়গা পেলেও খেলেছেন ব্যাটার হিসেবেই। উইকেটরক্ষার দায়িত্ব ছিল যষ্টিকা ভাটিয়ার উপর। ১০৪ বলে ৫২ রান করলেন রিচা। মেরেছেন সাতটি চার।
উল্লেখ্য, ২০০৫ সালে শেষ বার ভারতের মহিলাদের টেস্ট দলে অভিষেক হয়েছিল কোনও বাঙালি ক্রিকেটারের। ১৮ বছর পরে আবার অভিষেক হল এক জনের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্টে ভারতের প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন শিলিগুড়ির রিচা। রিচার হাতে টেস্ট দলের টুপি তুলে দিয়েছিলেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। রিচার বিশেষ দিনে মাঠে ছিলেন তাঁর বাবা, মা ও বোন। পরিবারের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন তিনি। রিচা আউট হওয়ার পরেই একের পর এক উইকেট হারায় ভারত। কোনও রান না করে আউট হয়ে যান হরমনপ্রীত। যষ্টিকা করেন ১ রান। ভারতের দুই ওপেনার রান পেয়েছেন। শেফালি বর্মা ৪০ রান করেন। ৯০ রানের জুটি গড়েন ভারতীয় ওপেনারেরা। অন্য ওপেনার স্মৃতি মন্ধানা ৭৪ রান করেন। রান আউট হয়ে যান তিনি। জেমাইমা আউট হন ৭৩ রানে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩০০ রান তুলেছে ভারত। ক্রিজে রয়েছেন দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকর।