বিতর্ক পিছু ছাড়ছে না ভারতীয় রেলের। বহুদিন ধরেই প্রশ্নের মুখে পড়েছে রেলের পরিচ্ছন্নতার মান। দূরপাল্লার ট্রেন জার্নির সময় সকলেরই ভরসা রেলওয়া ক্যাটারিং সার্ভিসের খাবার। অনেক সময়ই ট্রেনে সার্ভ করা খাবার নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। আর এবার সামনে এসেছে এক ভিডিও। যা দেখে চক্ষু চড়কগাছ সব্বার। দূরপাল্লার ট্রেনের প্যান্ট্রি কারে যাত্রীদের জন্য তৈরি করা খাবারের স্বাদ নিতে দেখা যাছে বেশ কয়েকটি ইঁদুরকে! এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তুঙ্গে বিতর্কের ঝড়।
উল্লেখ্য, মাঙ্গিরিশ টেন্ডুলকার নামে এক যাত্রী দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করছিলেন। এসময় তিনি বলেন, “প্যান্ট্রি কারে অন্তত ৬-৭টি ইঁদুরকে যাত্রীদের জন্য বানানো খাবার খেতে দেখে হতবাক হয়ে গিয়েছি। এখন এই ভিডিও মানুষকে ভাবতে বাধ্য করছে। ” তিনি প্যান্ট্রি কারে ইঁদুরের খাওয়ার একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এরপর ভারতীয় রেলের পরিচ্ছন্নতার মান এবং যাত্রীদের স্বাস্থ্যের উদ্বেগ নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। মাঙ্গিরিশ টেন্ডুলকার বলেছেন যে ভিডিওটি শ্যুট করার পরে, তিনি সেখানকার একজন আরপিএফ কনস্টেবলের কাছে অভিযোগ করেছিলেন। অথট সেই কনস্টেবল পালটা তাকেই রেল লাইনের দিকে তাকাতে বলেছিলেন। সেখানে ৫০০-৬০০ ইঁদুর আছে, সেই সঙ্গে তিনি জানিয়েছেন সেখান থেকে যদি ৫-৬টি ভিতরে প্রবেশ করে, তবে কীই বা করার থাকতে পারে? প্রশ্ন করেন সেই কনস্টেবল। ইতিমধ্যেই এ নিয়ে নিন্দার রোল উঠেছে একাধিক মহলে।