এবার বাংলার প্রাথমিক স্কুলগুলির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবারও প্রাথমিক স্কুলগুলিতে পুজোয় মিলছে না টানা ছুটি। মোট ছুটির দিনের সংখ্যা অপরিবর্তিত থাকলেও এবার পুজোয় একটানা স্কুলে ছুটি থাকবে না। বরং লক্ষ্মীপুজো এবং কালীপুজোর মধ্যে কয়েকদিন স্কুল খোলা থাকবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। “আমাদের গরমের ছুটি বেশি থাকে। ছোট বাচ্চাদের গরমের ছুটি কমালে অসুবিধা হয়ে যাবে। মোট ছুটির দিন ৬৫ রাখতে হয়। পুজোয় টানা ছুটি দিলে সেটা করা সম্ভব হত না। পাশাপাশি, স্কুলে মিড-ডে মিলের সুবিধা রয়েছে। তাই এই দিনগুলিতে স্কুল খোলা রাখলে তাদের সুবিধাই হবে”, জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি থাকবে ১৯ দিন (রবিবার বাদে)। পুজোয় মোট ১৫ দিন ছুটি (রবিবার বাদে) থাকবে। ২০২৪ সালের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপুজোর ছুটি শুরু হবে ৭ই অক্টোবর থেকে। চলবে ১৮ই অক্টোবর পর্যন্ত। কালীপুজোর ছুটি শুরু হবে ৩১শে অক্টোবর থেকে। ৪ঠা নভেম্বর পর্যন্ত থাকবে ছুটি।