সম্প্রতি দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে লোকসভায় হলুদ গ্যাস কাণ্ড। সংসদ হামলার ২২ বছর পূর্তির দিনে আচমকাই দর্শকাসন থেকে লাফ মেরে অধিবেশন কক্ষে হলুদ রঙের ধোঁয়া ছড়াতে থাকেন ২ ব্যক্তি। এই ঘটনায় ধৃতদের জেরা করে জানা গেছে, দেশের বেকারত্ব, কৃষক সমস্যা, মণিপুর হিংসার মতো ইস্যুগুলি নিয়ে সরকারকে বার্তা দেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। এবার পোস্টারে তাঁদের সকলকে বিপ্লবী বলে উল্লেখ করা হল। সংসদে প্রতিবাদকারী বহিরাগতদের মূল উদ্যোক্তা ললিত ঝা’র দ্বারভাঙ্গার বাড়িতে সাঁটা একটি পোস্টারে ললিত, নীলম, মনোরঞ্জনের ছবি দিয়ে তাঁদের ক্রান্তিকারী বা বিপ্লবী আখ্যা দেওয়া হয়েছে। পোস্টারে দাবি করা হয়েছে, এই বিপ্লবীরা দেশকে ক্ষুধা, দারিদ্র, বেকারি এবং মূল্যবৃদ্ধি থেকে মুক্ত করবেন।
উল্লেখ্য, ললিতরা কলকাতায় ভাড়াবাড়িতে থাকলেও তাঁর মূল বাসস্থান হল বিহারের দ্বারভাঙার বহেড়া থানার রামপুর উদয় গ্রামে।ললিতদের পরিবার এখন সেখানে থাকে। তাঁর ভাই হরিদর্শন ঝা জানিয়েছেন, বুধবার বিকালে অপরিচিত তিন ব্যক্তি তাঁদের বাড়িতে আসেন। তাঁরা হরিয়ানার বাসিন্দা বলে পরিচয় দেন। আরও বলেন, ললিতদের জন্য আমরা গর্বিত। ললিতের ভাই আরও জানান, ওই ব্যক্তিরা চলে যাওয়ার সময় বাড়ির দেওয়ালে পোস্টারটি সেঁটে দিয়ে যান। এদিকে, বুধবারই রাষ্ট্রীয় লোক আন্দোলনের সভাপতি কল্পনা ইনামদার ললিতের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। তিনি আশ্বাস দেন, ললিতকে তাঁরা সব ধরনের আইনি সহায়তা দেবেন।