দেশের সংবিধান বদলে ফেলার জল্পনা নিয়ে সাম্প্রতিককালে বেশ চর্চা হয়েছে। এর আগে চলতি বছরের স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরায় বলেছিলেন, ‘এই সংবিধান পুরোপুরি পরিবর্তন করে নয়া সংবিধান আনা উচিত’। এই নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। বিবেকের বক্তব্যের প্রেক্ষিতে সরকার অবশ্য বলেছিল, ‘ওটা ব্যক্তিগত মতামত’।
এর কয়েকদিন আগেই রাজ্যসভায় ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ভারতের সংবিধানের মূল কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দিল্লি সার্ভিসেস বিল নিয়ে বিতর্ক চলাকালীন রাজ্যসভায় প্রাক্তন প্রধান বিচারপতি বলেছিলেন, ‘ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল তেহমতান আর আন্ধ্যারুজিনার লেখা একটি বই আছে। সেই বই পড়ে আমার মত হচ্ছে, সংবিধানের মৌলিক কাঠামোর যে আইনশাস্ত্রের ওপর ভিত্তি করে রয়েছে, তা বিতর্কিত। আমি এর থেকে আর বেশি কিছু বলতে চাই না।’
তবে ‘কিছু না বলেও’ আকারে ইঙ্গিতে সংবিধানের মৌলিক কাঠামো নিয়েই ‘প্রশ্ন তোলেন’ রঞ্জন গগৈ।