আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বৃহস্পতিবার তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল ইডির পাঠানো সমনকে ‘বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন।
বৃহস্পতিবার সকালে কেজরী বলেন, ‘ইডি-র অবিলম্বে ওই সমন প্রত্যাহার করা উচিত। আমি আমার জীবন সততা এবং স্বচ্ছতার সাথে কাটিয়েছি। আমার লুকোনোর কিছুই নেই।’ বৃহস্পতিবারও ইডি-র তলবে সাড়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী। শুরু করেছেন ১০ দিনের বিপাসনা কর্মসূচি।
এর আগে আবগারি দুর্নীতি মামলায় জি়জ্ঞাসাবাদের জন্য কেজরিকে গত ২ নভেম্বর ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে জিজ্ঞাসাবাদে হাজির হননি আপ প্রধান। তাৎপর্যপূর্ণ ভাবে সে বারও কেজরী তাঁকে তলব করার ঘটনাকে ‘বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছিলেন।
আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেফতার করেছে ইডি। ফলে কেন্দ্রীয় সংস্থাটি সমন পাঠানোর পরে কেজরীওয়ালের ‘ভবিষ্যৎ’ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রসঙ্গত, ওই মামলায় আদালতে জমা দেওয়া দ্বিতীয় চার্জশিটে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করেছিল ইডি। যা দেখে সরকারি মহলের একাংশের ধারণা, ক্রমশ ‘বৃত্ত’ ছোট করে আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। আপ নেতৃত্ব আগেই অভিযোগ তুলেছিল, জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেজরীকে গ্রেফতারের ছক কষেছে ইডি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সংস্থার ‘ডাকে’ সাড়া না দিয়ে কেজরি সরাসরি নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে সংঘাতের পথে হাঁটতে চাইছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা।