এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ‘বোম্বাগড়ের রাজা’ আখ্যা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু! বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্যপালের সম্পর্কে নিজের এক্স হান্ডেলে এমনটাই লিখেছেন তিনি।
ব্রাত্য লেখেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুদীর্ঘ ঐতিহ্য এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থ ও সুবিধের কথা বিবেচনা করে উচ্চশিক্ষা বিভাগ নানা আইনি জটিলতা সত্ত্বেও ২৪ ডিসেম্বর সমাবর্তন করার জন্য অনুমোদন দিয়েছিল। কিন্তু মাননীয় রাজ্যপাল আইনি অনিশ্চয়তার কারণ দেখিয়ে সমাবর্তন করার জন্য প্রয়োজনীয় কোর্ট মিটিং ডাকতেই সম্মতি দেননি৷ অথচ উনি এই একই আইনি পরিমণ্ডলে রাজ্য সরকারের অনুমোদন না নিয়েই একাধিক সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন করিয়েছেন। তাহলে আসল লক্ষ্য কি ছাত্র-ছাত্রীদের স্বার্থ নয়? বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুট নয়? রাজ্য সরকারের বিরোধিতাই তাহলে সবকিছুর মূলে? জোছনা রাতে আমাদের রাজ্যে ছেলেমেয়েদের চোখে এইভাবে উনি আলকাতরা মাখাতে চান? কে থামাতে পারবে রাজ্যের নয়া আমদানি এই বোম্বাগড়ের রাজাকে?’