মঙ্গলবার ‘ইন্ডিয়া’ জোটের জোটের মুখ হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা হয়েছে। আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি সাংবাদিকদের জানান, অনেকেই তাঁকে জিজ্ঞাসা করছেন জোটের মুখ কে? সে হিসেবেই বর্ষীয়ান দলিত নেতার নাম প্রস্তাব করেছেন তিনি। দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল সমর্থন করেছেন তাঁকে।
প্রসঙ্গত, মঙ্গলবার জোটের বৈঠকে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে নামে সমর্থন জানান কেজরিওয়াল। বৈঠকের ভিতরের এই খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন রকম সমীকরণ শুরু হয়। এমনকী উঠে আসে বেঙ্গল ফ্যাক্টর। এখানে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া বিষয় নিয়েও নানা জল্পনা চলে। তবে সব জল্পনায় জল ঢেলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কেন তিনি কংগ্রেস সভাপতি নাম প্রস্তাব করেছেন। একই সঙ্গে তৃণমূল সভানেত্রী জানান, লোকসভা নির্বাচনে সব জায়গায় বিরোধীরা ভিভি-প্যাটের দাবি তুলবেন।