ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল দক্ষিণ ২৪ পরগনার কামালগাজিতে। আজ, বুধবার ভোররাতে কামালগাজি উড়ালপুলের নিচে দাউদাউ করে জ্বলে উঠল এক অস্থায়ী গুমটি। সেই আগুনে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। এদিন সকাল ৭টা নাগাদ মর্নিং ওয়াকে বেরিয়ে স্থানীয়রাই দেখতে পান, একটি অস্থায়ী দোকান দাউদাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলকে। জানতে পেরে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। তাঁদের চেষ্টাতেই নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু তারপরেই দেখা যায়, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার।
জানা গিয়েছে, কিছুদিন আগেই উড়ালপুলের নীচে ওই দোকানটি তৈরি করেছিলেন বৃদ্ধা। তারপর থেকে তিনি সেখানেই থাকতেন। আগুন লাগার পর তিনি বেরিয়ে আসতে না পারার ফলেই অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। তবে কীভাবে দোকানটিতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ইতিমমধ্যেই পুলিশ গিয়ে পৌঁছেছে ঘটনাস্থলে। বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছেন তাঁরা। আজ বুধবারই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে সেটি। কীভাবে এতবড় অগ্নিকাণ্ড ঘটল, কেউ ইচ্ছে করে দোকানে আগুন ধরিয়ে দিয়েছিল কিনা, তদন্তকারীরা সেসব খতিয়ে দেখছেন।