রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ‘দুয়ারে সরকার’ শিবিরে এসে শাড়ি পেলেন মহিলারা! শুধু তাই নয়। শিবিরে সকলকে পাত পেড়ে মাংস-ভাতও খাওয়ানো হয়েছে। হ্যাঁ, এমনই ছবি দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়–২ ব্লকের বেঁওতা–২ পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া প্রাথমিক স্কুলের মাঠে।
জানা গিয়েছে, প্রায় দু’হাজার মানুষ হাজির হন দুয়ারে সরকার শিবিরে। তারপর সোজা পৌঁছে যান খেতে। যেখানে মেলে— ভাত, ডাল, পটল চিংড়ি, আলুভাজা, মাছ, মাংস, চাটনি এবং পাঁপড়। মোট ৪০০ মহিলাকে নতুন শাড়ি দেওয়া হয়। এই বিষয়ে বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দুয়ারে সরকার শিবিরে সরকারিভাবে কোনও খাওয়ার আয়োজন হয় না। প্রধান ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে করেছেন।’
এই গোটা বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান সাবির শেখ বলেন, ‘সকাল থেকে গ্রামের মানুষজন পরিষেবা পেতে শিবিরে এসেছিলেন। তাই তাঁদের কথা ভেবে এমন ব্যবস্থা করা হয়েছিল। অনেকের বাড়িতেই উনুন জ্বালাতে হয়নি। সাধারণ মানুষকে সাহায্য করতে এলাকার ৪০০ শিক্ষিত মহিলাকে কাজে লাগানো হয়েছিল। উপহার হিসেবে তাঁদের মিলেছে শাড়ি।’