২৩ ডিসেম্বর ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচি রয়েছে। যা মূল আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ। তবে সংবাদমাধ্যম সূত্রে খবর, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর বাতিল হচ্ছে।
প্রসঙ্গত, ধর্মতলায় বিজেপির সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাজির থাকলেও ওই দিন ধর্মতলার সভাস্থলে মেরেকেটে ৬২ হাজার লোক জড়ো হয়েছিল। আর এই কারণেই ব্রিগেডের ভিড় নিয়ে চিন্তিত গেরুয়া শিবির।
স্বভাবতই এক লক্ষ লোক আসবে প্রচার করে সেখানে যদি অর্ধেক লোকও হয়, নাক কাটবে বিজেপির রাজ্য নেতৃত্বের। সেই দায় নিতে চায় না বিজেপি নেতৃত্ব, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে, মোদীর কলকাতা সফর বাতিলের পেছনে এটাই কারণ।
এদিকে মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের করা মামলায় ধাক্কা খেয়েছে বিজেপি। রবিবার ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির দিনই রাজ্যের টেট পরীক্ষা। সেই পরীক্ষা পেছোনোর জন্য আর্জি জানিয়েছিলেন বিজেপি সাংসদ। কিন্তু সেই আর্জি নাকচ হয়ে গেছে।