সম্প্রতি একের পর এক বিধানসভায় হেরে গিয়েছিল কংগ্রেস। তারপর কংগ্রেস নেতৃত্বের একাংশ ইভিএমের ঘাড়ে দোষ চাপিয়েছিলেন। এবার আসছে লোকসভা ভোট। তার আগে ফের সেই ইভিএমকে ত্রুটিমুক্ত করতে বিবৃতি জারি করল ইন্ডিয়া জোট।
মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের মিটিং ছিল। সেখানে ইভিএমের প্রসঙ্গে আলোচনা করা হয়। এরপর ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। কী রয়েছে সেই বিবৃতিতে?
সেখানে বলা হয়েছে, ভারতের নির্বাচন কমিশনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একটা বিস্তারিত স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। ইভিএমের ডিজাইন ও সেটা যেভাবে কার্যকরী হয় তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কিন্তু ভারতের নির্বাচন কমিশন ওই স্মারকলিপি জমা নেওয়ার ক্ষেত্রে বিশেষ উৎসাহ দেখায় নি।
ইন্ডিয়া পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ইভিএমের কার্যকারিতায় নানা সন্দেহ রয়েছে। একাধিক বিশেষজ্ঞ ও পেশাগত লোকজন এসব নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
‘আমাদের প্রস্তাবটা খুব সাধারণ। ভিভিপ্যাট স্লিপ যেটা বের হয় সেটা বক্সে না গিয়ে ভোটারদের হাতে তুলে দেওয়া হোক। সেটা তাঁরা একটি নির্দিষ্ট বাক্সে ফেলবেন। যাচাই করে নিয়েই তারা এটা নির্দিষ্ট বাক্সে ফেলবেন। আর গণনার সময় ওই স্লিপের সবগুলি গণনা করতে হবে। এর মাধ্যমে দেশের মানুষের মধ্য়ে স্বচ্ছ ও অবাধ ভোটের ব্যাপারে আস্থা ফিরে আসবে।