প্রধানমন্ত্রীকে ১০০ দিনের টাকা-সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসাব দিয়েছেন, জানালেন মমতা। বললেন, ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার। সে কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন। খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন।’
মমতা বললেন, ‘১৫৭টি টিম গিয়েছিল কেন্দ্রের। যা জানতে চেয়েছে জানিয়েছি। তার পরও টাকা পাব না কেন? বলেছি প্রধানমন্ত্রীকে’’। তাঁর কথায়, রধানমন্ত্রী বলেছেন যে কেন্দ্রের এবং রাজ্যের আধিকারিকদের নিয়ে একটি দল গঠন করা হবে। প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে। ১৫৫ বার ব্যাখ্যা দিয়েছি। আবার দেবে। তারপর বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘আমার সঙ্গে লোকসভা এবং রাজ্যসভার ন’জন সাংসদ গিয়েছিল। মোট ১০ জনের একটা প্রতিনিধি দল গিয়েছিল। ১০০ দিনের কাজের টাকা যে মিলছে না, সেটা বন্ধ হয়ে আছে, (তা নিয়ে বলা হয়েছে)। সেটা দ্রুত দেওয়ার দাবি জানিয়েছি। অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিচ্ছে না। অর্থ কমিশনের টাকাও দেওয়া হচ্ছে না।