রাজ্যজুড়ে ফের আরম্ভ হয়ে গিয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। গত সোমবার, নানান সরকারি সুযোগ-সুবিধা দিতে বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডে বসে দুয়ারে সরকার ক্যাম্প। সেখানেই ধরা পড়ল এক অভিনব চিত্র। দুয়ারে সরকার শিবিরে কর্মীদের নিয়ে ফর্ম পূরণ করতে দেখা গেল বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসকে। এদিন কাউন্সিলর সঙ্গীতার নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন মানুষকে প্রদান করা হয় নানান সরকারি পরিষেবা।
এদিন ফর্ম পূরণের বিষয় নিয়ে সঙ্গীতাদেবীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তাঁর ওয়ার্ডের অধিকাংশই মানুষ দিন আনা দিন খাওয়া। তাঁদের ফর্ম পূরণ করার মতো বিদ্যা নেই। তাই তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সকাল থেকেই ওয়ার্ডের কর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিজেই ফর্ম পূরণ করতে সাহায্য করেছেন। সঙ্গীতা বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাধারণ মানুষের জন্য এক ছাতার তলায় সব সুযোগ-সুবিধা পাইয়ে দিচ্ছেন, তখন বসে ফর্ম পূরণ করাটা বড় ব্যাপার নয়। সাধারণ মানুষ পরিষেবা পান, এমনই চান তিনি।