বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে লোকসভা ভোটের আসন সমঝোতা চূড়ান্ত করতে সময় বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শাসকদল তৃণমূলের তরফে মঙ্গলবারের বৈঠকে সরাসরি বলা হয়, ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যওয়াড়ি আসন সমঝোতা চূড়ান্ত করতে হবে।
‘তাৎপর্যপূর্ণ’ ভাবে মমতার ওই প্রস্তাবের পরেই বাংলার কংগ্রেস নেতৃত্বকে দ্রুত দিল্লিতে তলব করেছে কংগ্রেস হাইকমান্ড। সূত্রের খবর, সেখানেই বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে প্রদেশ কংগ্রেস নেতাদের মতামত শুনবে হাইকমান্ড। তার পরে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেওয়া হবে।
প্রদেশ কংগ্রেসের একটি সূত্রের দাবি, প্রাথমিক ভাবে ছ’টি আসন চেয়ে কথা শুরু করবে কংগ্রেস। বহরমপুর এবং মালদহ দক্ষিণের দু’টি জেতা আসনের পাশাপাশি তারা মালদহ উত্তর, রায়গঞ্জ, পুরুলিয়া এবং দার্জিলিং আসনও দাবি করতে পারে। এর প্রতিটিই বিজেপির জেতা। ফলে কংগ্রেসের আশা, মমতা তা মেনে নিলেও নিতে পারেন। তবে মমতা তা মানবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
প্রসঙ্গত, কংগ্রেসের একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই রাহুল গান্ধীর সঙ্গে সমঝোতার বিষয়ে প্রাথমিক কথা হয়ে রয়েছে মমতার। সেখানে কথা হয়েছে বহরমপুর, মালদহ দক্ষিণ এবং রায়গঞ্জ আসন তিনটি নিয়ে। তৃণমূলের একাধিক সূত্রের মতে, বাংলায় আসন সমঝোতা দ্রুত সেরে ফেলার জন্য কংগ্রেসের উপর খানিকটা ‘চাপ’ তৈরির কৌশলও নিচ্ছে তৃণমূল। বাংলার শাসকদলের তরফে বার বারই বোঝানো হচ্ছে, তারা দ্রুত আসন সমঝোতা সেরে ভোটের প্রস্তুতি শুরু করতে চায়। অনেকের মতে, সেই কারণেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেননি।