বাংলার বকেয়া পাওনার দাবি নিয়ে বুধবার সকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে ছিলেন তৃণমূলের ৯ জন সাংসদের এক প্রতিনিধি দলও। বৈঠকের পর মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের যা জানিয়েছেন, তা বাংলার জন্য ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘সব শুনে প্রধানমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন খাতে বকেয়া পাওনার ব্যাপারে তাঁর অফিসারররা এবং রাজ্যের অফিসাররা যৌথ বৈঠক করবেন। যা ব্যাখ্যা চাওয়ার সেই বৈঠকে চাওয়া হবে। তার পর দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে’।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসাবে বাংলার বকেয়া পাওনার অঙ্ক ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা। এর আগে এই দাবি নিয়ে তিন বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। তা ছাড়া দিল্লিতে গিয়ে সত্যাগ্রহ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল। পরে কলকাতায় রাজভবনের সামনেও ধর্না চলেছে। কিন্তু কখনও স্পষ্ট কোনও রফাসূত্র তাতে বেরোয়নি। সেদিক থেকে এই প্রথমবার সুনির্দিষ্টভাবে কোনও সমাধানের রাস্তার কথা বললেন প্রধানমন্ত্রী।