আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই দিনই কলকাতা শহরে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে বুদ্ধিজীবীদের একাংশ ও নাগরিক সংগঠন।
আয়োজকদের অভিযোগ, রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে ধর্মের নামে দেশ জুড়ে বিভাজনের রাজনীতি করতে চাইছে বিজেপি। ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এরই প্রতিবাদ জানিয়ে ‘ভারতের বিভাজন নয় ঐক্য চাই’ এই দাবিকে সামনে রেখে ২২ জানুয়ারি কলকাতা শহরের ওয়েলিংটন স্কোয়ার থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছে উদ্যোক্তারা।
শুধু মহা মিছিলই নয় ২২ থেকে ২৫ জানুয়ারি তিন দিনব্যাপী বিশেষ সম্মেলনের আয়োজন করেছেন উদ্যোক্তারা। তাঁদের দাবি, ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০ টি সংগঠনের কয়েক হাজার সদস্য উপস্থিত থাকবেন এই সম্মেলনে। উপস্থিত থাকবেন সমাজকর্মী মেধা পাটেকারও। উদ্যোক্তাদের দাবি, শারীরিক অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও কর্মসূচির সঙ্গে সহমত জানিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও।