দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। পাশাপাশি, কংগ্রেসের মুখ হিসাবে রাহুল গান্ধীকেও অনেকটাই জনপ্রিয়তা ও প্রাসঙ্গিকতা জুটিয়েছিল। সেই জনপ্রিয়তার রেশ ধরে রাখতেই আবারও পথে নামছে কংগ্রেস। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগেই দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রা শুরু করতে চায় তারা। নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ভারত জোড়ো যাত্রা শুরু করবে হাত শিবির। এবারও নেতৃত্বে থাকবেন সেই রাহুলই।
কংগ্রেসের অন্দর মহল সূত্রে খবর, রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা ২.০ শুরু হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। তবে এবারের যাত্রা একটু অন্যরকম হবে। হাইব্রিড মোডে হবে এই যাত্রা।পদযাত্রার পাশাপাশি গাড়ি নিয়েও জনসংযোগ করতে বিভিন্ন রাজ্যের অলিগলিতে পৌঁছে যাবেন কংগ্রেস নেতারা। সূত্রের খবর, দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রার জন্য দুটি রুটের চিন্তাভাবনা করা হচ্ছে। উত্তর ভারতের কোনও রাজ্য থেকে এই যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের।
এইবারের যাত্রায় মূল ফোকাসে থাকবে মূলত উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি। সূত্র মারফত আরও জানা গিয়েছে, ভারত জোড়ো যাত্রা থেকে বিরোধী জোটের বার্তাও দিতে পারে কংগ্রেস। যেহেতু ২০২৪ সালেই লোকসভা নির্বাচন, তাই ইন্ডিয়া জোটের একাধিক উল্লেখযোগ্য বিরোধী মুখকেও এই যাত্রায় সামিল করা হতে পারে। আগামী ২১ ডিসেম্বর কংগ্রেসের ওয়ার্কিং গ্রুপের বৈঠক রয়েছে। সেই বৈঠকেই ভারত জোড়ো যাত্রা ২.০ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।